×

আন্তর্জাতিক

কিশোর-কিশোরীদের যে পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ এএম

কিশোর-কিশোরীদের যে পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট

ছবি: ইন্টারনেট

সাম্প্রতিক সময়ে এক মামলার রায়ে কলকাতা হাইকোর্ট কিশোরীদের ক্ষণিকের আনন্দে বিভ্রান্ত না হয়ে তাদের যৌন আবেগকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন। আদেশে কিশোরদের জন্য পরামর্শ ছিল, তারা যেন নারীদের যোগ্য সম্মান ও প্রাপ্য মার্যাদা দেয়। হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক যুবকের। সম্পর্কে থাকাকালীন ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। অক্টোবরে ‘পকসো আইনে’ অভিযুক্ত ২০ বছরের সাজাপ্রাপ্ত যুবককে বেকসুর খালাস দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের দ্বৈতবেঞ্চ রায়ের সাথেসাথে একটি পর্যবেক্ষণও জানায়। পর্যবেক্ষণে বলা হয় কিশোরীদের নিজের শরীরের অধিকার, সম্মান এবং নিজের মূল্য রক্ষা করতে জানতে হবে। যৌন উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ দুমিনিটের সুখের জন্য নিয়ন্ত্রণ হারালে তাকে সমাজের চোখে অপরাধী হতে হবে। নিজের প্রয়োজনীয় গোপনীয়তা এবং শরীরের অধিকার নিজেকেই রক্ষা করতে হবে। কিশোরদের জন্যও বেশকিছু পরামর্শ দেয় আদালত। বলা হয় কিশোরী এবং নারীদের যে কর্তব্যবোধের কথা হাই কোর্ট জানিয়েছে, তাকে যথার্থ সম্মান করতে হবে। কিশোরদেরকে একজন নারীর প্রাপ্য আত্মসম্মান, মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা এবং শারীরিক অধিকারকে অবশ্যই সম্মান করতে হবে । সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস. ওকা এবং পঙ্কজ মিত্তলের বেঞ্চে শুক্রবার এ মামলার শুনানি হবে। এর আগে এলাহাবাদ হাই কোর্টের একটি রায়েও স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। এলাহাবাদ হাই কোর্টের একটি মামলায় ধর্ষণের শিকার নারী মাঙ্গলিক কি না, তা জানতে জ্যোতিষীদের কাছে রিপোর্ট চেয়েছিল কোর্ট। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। এর পরেই মামলাটিতে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App