×

আন্তর্জাতিক

রাশিয়া গেলেন ইরানের প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম

রাশিয়া গেলেন ইরানের প্রেসিডেন্ট

ছবি: ইন্টারনেট

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মস্কো গেছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি।

মস্কোর উদ্দেশে তেহরান ত্যাগের আগে বিমান বন্দরে তিনি বলেন, গাজাসহ আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে রাশিয়া যাচ্ছি। খবর ইরনার।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে জ্বালানি, শিল্প ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, উভয় দেশই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে দৃষ্টিভঙ্গিগত মিল রয়েছে।

অর্থনৈতিক, সামরিক এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে বিশেষ করে মার্কিন খবরদারি মোকাবিলায় ইরান ও রাশিয়া ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App