×

আন্তর্জাতিক

পতনের দ্বারপ্রান্তে নেতানিয়াহু: এরদোগান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ পিএম

পতনের দ্বারপ্রান্তে নেতানিয়াহু: এরদোগান

ছবি: তাস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন পতনের দ্বারপ্রান্তে, তিনি ভারসাম্য বজায় রেখে চলছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সাংবাদিকদের এ কথা বলেছেন।   তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই মুহূর্তে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। তিনি যে কোনো মুহূর্তে এ ঘোষণা দিতে পারেন। খবর আনাদোলুর।   কাতার থেকে ফেরার পর এরদোগান সাংবাদিকদের বলেন, নেতানিয়াহু ও তার পশ্চিমা মিত্ররা উভয়ই অন্যায়ের সঙ্গে জড়িত। মনে হচ্ছে ৭ অক্টোবরের পর ইসরায়েল তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে।   এরদোগান ইসরায়েলের ক্ষমতাসীন জোটকে অস্বাভাবিক বর্ণনা করে বলেন, এই জেট অচিরেই ভেঙে যাচ্ছে। আমরা আগেই বলেছি নেতানিয়াহু আর হয়ত ৫০-৬০ দিন আছেন। তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের প্রসঙ্গ টেনে বলেন, ফ্রান্স শুরুতে ইসরায়েলের সমর্থনে বিবৃতি দিলেও এখন তারা ভিন্ন সুরে কথা বলছে।   অনেক পশ্চিমা দেশও যারা সংঘাতের প্রথম দিকে ইসরায়েলে সমর্থনে বিবৃতি দিয়েছিল, তারা এখন আর সেটি করছে না। ইসরায়েলের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে বিশ্ববাসী তাদের দেশটির প্রতি মনোভাব পুনর্বিবেচনা করছে বলেও উল্লেখ করেন এরদোগান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App