×

আন্তর্জাতিক

গাজায় ১০ ইসরায়েলি সেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ এএম

গাজায় ১০ ইসরায়েলি সেনা নিহত

ছবি: আনাদোলু

অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এসময় হামাস যোদ্ধারা ইসরায়েলি ট্যাং, বুলডোজার ও সামরিক যান লক্ষ্য করে পরপর কয়েকটি হামলা চালিয়েছে।

হামলায় তিনটি ইসরায়েলি ট্যাংক, দুটি সেনাবাহী সামরিক যান এবং তিনটি সামরিক বুলডোজার ধ্বংস হয়েছে। খবর আনাদোলুর।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) হামাসের এ হামলার বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি। তবে হামাস তাদের  বিবৃতিতে ১০ ইসরায়েলি সেনাকে হত্যার কথা নিশ্চিত করেছে।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে গেরিলা হামলায় খুব কাছে থেকে গুলি করে ইসরায়েলি ১০ সেনাকে হত্যা করা হয়েছে। পরে খান ইউনিসের পূর্ব ও উত্তরাঞ্চলে পরপর চালানো কয়েকটি অ্যান্টি-আরমার হামলায় হামাস যোদ্ধারা তিনটি ইসরায়েলি ট্যাংক, দুটি সেনাবাহী সামরিক যান এবং তিনটি সামরিক বুলডোজার ধ্বংস করেছে।

সাত দিনের মানবিক বিরতির পর শুক্রবার থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। বিরতির পর অভিযানে গাজার দক্ষিণের খান ইউনিস শহরকে লক্ষ্য করেই হামলা চালাচ্ছে আইডিএফ সেনারা।

হামাসের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, গত ৭ অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে গাজায় অন্তত ১৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৪২ হাজার। এদের মধ্যে বেসামরি নারী ও শিশুর সংখ্যাই বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App