×

আন্তর্জাতিক

ইসরায়েলকে গণহত্যার শাস্তি দিতে সবকিছু করবে তুরস্ক: এরদোগান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম

ইসরায়েলকে গণহত্যার শাস্তি দিতে সবকিছু করবে তুরস্ক: এরদোগান

ছবি: বিবিসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যা কিছু করার দরকার সম্ভাব্য সবকিছুই করবে তুরস্ক। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান দুবাইয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলন থেকে ফিরে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আমরা এই গণহত্যার জন্য ইসরায়েলের শাস্তি নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এটি শুধুমাত্র নেতানিয়াহু সরকারের জন্যই নয়, যে দেশগুলি নিঃশর্তভাবে ইসরায়েলকে সমর্থন করে আসছে তাদের জন্যও এটি সতর্কতা। ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে যারা নীরব ছিল তাদের এ নীরবতার মূল্যও দিতে হবে। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। এরদোগান আরও বলেন, তুরস্কসহ বিশ্বের প্রায় ৩ হাজার আইনজীবী গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে হেগে আইসিসির কাছে আবেদন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App