×

আন্তর্জাতিক

প্যারিসে ছুরি হামলায় জার্মান পর্যটক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ এএম

প্যারিসে ছুরি হামলায় জার্মান পর্যটক নিহত

ছবি: বিবিসি

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে এক জার্মান পর্যটককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, হামলাকারী আইফেল টাওয়ারের কাছে কোয়াই ডি গ্রেনেলের আশপাশে পর্যটকদের লক্ষ্যকরে এ হামলা চালায়। পরে ২৬ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির। জানা যায়, হামলাকারী এক জার্মান পর্যটককে ছুরিকাঘাত করে। পুলিশ হামলাকারীকে তাড়া করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তিনি হাতুড়ি দিয়ে আরও ২ পর্যটকের উপর হামলা চালান। পরে তাকে ট্রেজারগান দিয়ে নিস্ক্রিয় করা হয়। অভিযুক্ত হামলাকারী এসময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল এবং পুলিশকে লক্ষ্য করে বলছিলেন- 'আফগানিস্তান আর ফিলিস্তিনে অসংখ্য মুসলমানকে হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ববাসী নীরব- এ সব ঘটনায় আমি বিরক্ত। সন্দেহভাজন ব্যক্তি ২০১৬ সালে আরেকটি হামলা পরিকল্পনার ঘটনায় অভিযুক্ত হয়ে ৪ বছর কারাগারে ছিলেন। তাকে নিরাপত্তা বাহিনীর নজরদারিতেও রাখা হয়েছিল। এক্স এ পোস্ট করা এক বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পুলিশেকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য ধন্যবাদ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App