×

আন্তর্জাতিক

কারাগার থেকে পালাল ২০০০ বন্দি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

কারাগার থেকে পালাল ২০০০ বন্দি

ছবি: সংগৃহীত

অফ্রিকার দেশ সিয়েরা লিওনে কারাগার থেকে পালিয়ে গেছেন প্রায় দুই হাজার বন্দি। মঙ্গলবার (২৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দেশটির সামরিক ব্যারাক, অস্ত্রাগারসহ একাধিক স্থানে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া হামলার পর কারাগারের দরজা খোলা পাওয়া গেছে। এসময় তারা দুই হাজার বন্দি পালিয়ে গেছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীরা সেনাবাহিনীর একটি ব্যারাক, একটি কারাগারসহ বিভিন্ন জায়গায় হামলা করেছে। এসময় দেশটির কারাগার থেকে ২ হাজার বন্দি পালিয়ে গেছেন। দেশটিতে এ দিন ভোরে রাজধানী ফ্রিটাউনে গোলাগুলির মাধ্যমে সন্ত্রাসীরা আতঙ্ক ছড়ায়। এ ঘটনার জন্য দেশটির সরকার বিদ্রোহীদের ওপর অভিযোগ করে আসছে। বলা হয়েছে, আমরা তাদের খোঁজ করছি। এছাড়া পালিয়ে যাওয়া বন্দিদের কারাগারে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ইসা বানগুরা বলেছেন, নিহতদের মধ্যে ১৩ জন সেনাসদস্য রয়েছেন। এছাড়া একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক ও তিনজন হামলাকারীও নিহত হয়েছেন। এসব সহিংসতায় আহত হয়েছেন আরো আটজন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App