×

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ১৪ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ১৪ হাজার

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চলমান ১৪ হাজার ১২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসশাসিত সরকার মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনি ভূখণ্ডটিতে লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েলের বাহিনী। খবর: সিরহুয়ার। হামাসের গণমাধ্যম কর্মকর্তা ইসমাইল আল-তাওয়াবতা বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৮৪০টি শিশু এবং ৩ হাজার ৯২০ নারী রয়েছেন। হামলায় আহত হয়েছে ৩৩ হাজার মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে বলেছিল, উপত্যকায় তীব্র লড়াই চলার কারণে ঠিকমতো মৃত ব্যক্তিদের উদ্ধারের কাজ চালানো যাচ্ছে না। এ কারণে তারা এখন আর নিহত হওয়ার সঠিক পরিসংখ্যান দিতে পারছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল বলেছে, প্রতিদিন গাজা উপত্যকায় ১৬০টির মতো শিশু নিহত হচ্ছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আশঙ্কা করছে, নিহত শিশুর সংখ্যা অনেক বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App