×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১০:৫৯ এএম

গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে

ইসরায়েলের নির্বিচার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় মানুষের প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২ জনে।

গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যার এ হিসাব দিয়েছে। রবিবরি রাতভর ইসরায়েলের সামরিক বাহিনীর ভারি বোমা হামলায় গাজায় প্রায় ২০০ মানুষ নিহত হওয়ার খবর জানিয়েছেন সেখানকার আল শিফা হাসপাতালের পরিচালক। খবর বিবিসির।

তিনি বলেন, হতাহতরা হাসপাতালে পৌঁছেছে ভ্যানে করে কিংবা গাধার পিঠে চড়ে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে গাজার মানুষ অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছে না।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তাদের সেনারা গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি ফাঁড়ির নিয়ন্ত্রণ নিয়েছে। আর এখন তারা গাজাকে কার্যত দুইভাগে ভাগ করে ফেলেছে।

জাতিসংঘের বড় বড় সব সংস্থাগুলো এরই মধ্যে এক বিরল যৌথ বিবৃতিতে বলেছে, যথেষ্ট হয়েছে। এবার যুদ্ধ বন্ধ হোক। জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থাগুলোর একটি গোষ্ঠী বলেছে, গাজায় সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করাটা একটি অপরাধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App