×

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুরস্কের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুরস্কের

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ ব্যাপারে তিনি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন। কাজাকিস্তান থেকে তুরস্ক ফেরার পথে বিমানে দেশটির সাংবাদিকদের এ কথা বলেন এরদোগান। খবর: ডেইলি সাবাহর। ফিলিস্তিনিদের ওপর 'গণহত্যার' প্রতিবাদে ইসরাইলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সাকির ওজকান তোরুনলারকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। সেইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করছে দেশটি। এদিকে, রবিবার দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সংঘাতের বিষয়ে তার আলোচনার কথা রয়েছে। ব্লিংকেন মূলত তথাকথিত 'মানবিক বিরতি'র বিষয়ে আরবের নেতাদের সঙ্গে কাজ করছেন এবং শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছেন যে এ বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। এর আগে, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত গাজায় হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি হবে না। গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হামাসকে 'মুক্তিবাহিনী' বলে অভিহিত করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে 'যুদ্ধাপরাধের' অভিযোগ এনেছেন। প্রতিক্রিয়ায় ইসরায়েল তাদের ভূখণ্ড থেকে তুরস্কের কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় তুরস্ক তাদের দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App