×

আন্তর্জাতিক

রুশ অধিকৃত খেরসনে ইউক্রেইনের হামলায় নিহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১০:৩৫ এএম

রুশ অধিকৃত খেরসনে ইউক্রেইনের হামলায় নিহত ৯

ছবি: সংগৃহীত

রাশিয়ার অধিকৃত খেরসন অঞ্চলের একটি শহরে ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে অঞ্চলটির মস্কো নিয়োজিত গভর্নর জানিয়েছেন। শুক্রবার একটি কর্মসংস্থান কেন্দ্রে হওয়া এ হামলায় আরও নয়জন আহত হয়েছেন। খবর রয়টার্সের। গভর্নর ভ্লাদিমির সালদো রাশিয়ার এক টেলিভিশনকে বলেছেন, এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে নয়জনের মৃতদেহ বের করে আনা হয়েছে, আরও নয়জন গুরুতর আহত হয়েছেন। এর আগে চ্যাপলিনকা শহরে হওয়া হামলাটিতে সাতজন নিহত হয়েছেন। চ্যাপলিনকায় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ইউক্রেইনের কর্মকর্তা বা গণমাধ্যম কোনো মন্তব্য করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। তার কিছুদিনের মধ্যেই তারা দক্ষিণাঞ্চলীয় খেরসন দখল করে। কিন্তু কিছুদিনের মধ্যে তারা নিপ্রো নদীর পশ্চিমতীরের খেরসন শহরসহ অন্য এলাকাগুলো ছেড়ে চলে গিয়ে অঞ্চলটির পূর্বাংশে অবস্থান জোরদার করতে শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App