×

আন্তর্জাতিক

ইসরায়েলকে একা ছেড়ে যাবে না আমেরিকা: ব্লিঙ্কেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০২:৫২ পিএম

ইসরায়েলকে একা ছেড়ে যাবে না আমেরিকা: ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার যুদ্ধ শুরু হওয়ার পর তৃতীয়বারের মতো তেলআবিব সফর করেন।

তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কখনও ইসরায়েলকে একা ছেড়ে দেবে না।

মূলত, ফিলিস্তিনি জনগণের ওপর গত ৭৫ বছরের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রধান পৃষ্ঠপোষক এই আমেরিকা।

ব্লিঙ্কেন আরো বলেন, ইসরাইলের শুধু আত্মরক্ষার অধিকারই রয়েছে তাই নয় বরং আত্মরক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে।

অবরুদ্ধ গাজাবাসীর ওপর আকাশ, সাগর ও স্থলপথে ভয়াবহ হামলাকে ওয়াশিংটন ও তেলআবিব ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার’ বলে দাবি করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App