×

আন্তর্জাতিক

গাজায় আর কোনো জায়গা নিরাপদ নেই: জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১২:২৫ পিএম

গাজায় আর কোনো জায়গা নিরাপদ নেই: জাতিসংঘ

অবরুদ্ধ গাজায় নির্বিচার ইসরায়েলি হামলায় সেখানে আর কোনো জায়গাই নিরাপদ নেই বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক টমাস হোয়াইট এ মন্তব্য করেছেন।একইসঙ্গে তিনি বলেন, সেখানকার বাসিন্দাদের বাঁচাতে জাতিসংঘের কোনো কিছুই করার নেই। খবর বিবিসির।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এরই মধ্যে নারী ও শিশুসহ ৯ হাজার ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সবশেষ ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে মধ্য গাজার আল শিফা হাসপাতাল থেকে রাফাহ ক্রসিংয়ে যেতে থাকা একটি অ্যাম্বুলেন্সের বহর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় অন্তত ১৫ জন মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাসপতাাল থেকে আহতদের নিয়ে রাফাহ সীমান্ত পার করছিল ওই অ্যাম্বুলেন্সের বহরটি। হামাস দাবি করেছে, এই হামলা ইসরায়েলি বাহিনীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App