×

আন্তর্জাতিক

শরণার্থী শিবিরে হামলাকে 'যুদ্ধাপরাধ' বলছে জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ১০:০৯ এএম

শরণার্থী শিবিরে হামলাকে 'যুদ্ধাপরাধ' বলছে জাতিসংঘ

অধিকৃত গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলাকে 'যুদ্ধাপরাধ' ও 'আন্তর্জাতিক আইন লঙ্ঘন' বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, গত মঙ্গলবার গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার নারী ও শিশুসহ সহস্রাধিক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। খবর সাবাহর।

এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের অহবান জানিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা বিবৃতি দিয়েছেন। জাতিসংঘের বিশেষজ্ঞদের দাবি, এটা শ্রেফ গণহত্যা এবং যুদ্ধাপরাধ। এতে তারা বলেন, গাজায় গণহত্যা এবং মানবিক বিপর্যয় চরম পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা নিশ্চিত যে ফিলিস্তিনি জনগণ গণহত্যার চরম ঝুঁকিতে রয়েছেন।

তারা গাজায় খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি সরবরাহের তীব্র প্রয়োজনীতা এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয়েও সতর্ক করেন।

৭ অক্টোবর হতে চলমান এ যুদ্ধে সম্প্রতি সময়ে এসে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় তাদের বিমান ও স্থল হামলা বাড়িয়েছে। এ যুদ্ধে একন পর্যন্ত প্রায় ১০ হাজার ৬০০ মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে অন্তত ৯০৬১ ঝন ফিলিস্তিনি- যাদের অর্ধেক শিশু। আর ইসরায়েলি রয়েছে ১৫৩৮ জনেরো বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App