×

আন্তর্জাতিক

‘রিলস পার্টনার’ পাত্র চেয়ে তরুণীর অভিনব বিজ্ঞাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

‘রিলস পার্টনার’ পাত্র চেয়ে তরুণীর অভিনব বিজ্ঞাপন
আজকের লাভ ম্যারেজের যুগেও অনেকে জীবনসঙ্গী খুঁজে নেন দেখাশোনা করেই। সাক্ষাতের পর আলাপ, তারপর একে অপরকে চেনা, শেষ ডেসটিনেশন বিয়ের পিঁড়ি। তাই পাত্রপাত্রী কলামে বিজ্ঞাপনও কম চোখে পড়ে না। প্রতিদিনই পত্রিকার পাতায় আমাদের চোখে পড়ে ‘পাত্র চাই’ বা ‘পাত্রী চাই’–এর বিজ্ঞাপন। সাথে যোগ্য পাত্রী হতে হলে ফর্দটা হয় বেশ লম্বাই। সেসব বিজ্ঞাপনের একটা ছক আছে। ছকে বাঁধা সেই বিজ্ঞাপনে সাধারণত বয়স, উচ্চতা, গায়ের রং, শিক্ষাগত যোগ্যতা আর চাকরির বর্ণনা দিয়ে খোঁজা হয় পাত্র বা পাত্রী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ইনফ্লুয়েন্সারের ‘রিল পার্টনার’ ও ‘লাইফ পার্টনার’ খোঁজার বিজ্ঞাপনটি ধার ধারেনি সেসব নিয়মের। বিজ্ঞাপনটি শুরু হয়েছে এভাবে, ‘আমার নাম রিয়া। আমি আমার ভিডিওর জন্য রিল পার্টনার ও জীবনসঙ্গী খুঁজছি।’ সম্ভাব্য পাত্রকে প্রথমত তিনটি শর্ত পূরণ করতে হবে। এক. তিনি ক্যামেরা লাজুক হলে চলবে না। বরং ক্যামেরাবান্ধব হলে ভালো হয়। দুই. তিনি রিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ে ভিডিও বানাবেন, মূলত জীবনসঙ্গী হিসেবে এটাই তাঁর মুখ্য ভূমিকা। ট্রেন্ডিং মিউজিক যেমন ‘মই মই’ বা এ–জাতীয় কনটেন্টগুলোর সঙ্গে ভিডিও বানাতে হবে। তিন. তিনি যৌথ পরিবারের হলে চলবে না। এছাড়াও বিয়ের আগে অবশ্যই তাঁকে অ্যামাজন মিনি টিভির ‘হাফ লাভ হাফ অ্যারেঞ্জড’ সিরিজটি দেখতে হবে। এই সিরিজ দেখার মধ্য দিয়ে সম্ভাব্য পাত্র জানতে পারবেন কোন ধরনের ছেলে রিয়ার পছন্দ না। এসবের সঙ্গে তাকে প্রিমিয়ার প্রো জানতে হবে। নতুবা, এইসব রিলস আর ভিডিও এডিট করবে কে? এডিট করার জন্য প্রিমিয়ার প্রো ব্যবহার করার ক্ষেত্রে একটি অতিরিক্ত বোনাস হবে দক্ষতা। বিজ্ঞাপনের পরে, তিনি তার ইমেইল ঠিকানাটি যুক্ত করে দেন যাতে করে সম্ভাব্য পাত্ররা সিভি ড্রপ করতে পারেন। তারপর, এটা সত্যিই মজার… এক্স ব্যবহারকারী আয়ুষি গুপ্তা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে এই বিজ্ঞাপনটি শেয়ার করেছেন। এই পোস্টটি ২৭ অক্টোবর শেয়ার করা হয়েছিল। পোস্ট করার পর থেকে এটি নয় লাখেরও বেশি লাইক পেয়েছে। শেয়ারটিতে প্রায় ৮০০০ লাইক এবং অসংখ্য মন্তব্য রয়েছে। অনেকে ভেবেছিলেন যে এটি একটি হাস্যরসাত্মক বিজ্ঞাপন। তবে এই বিজ্ঞাপন নিয়ে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। পোস্টে কেউ কেউ লিখেছেন, এটা নারীর ক্ষমতায়নেরই বহিঃপ্রকাশ’, ‘মেয়ে কী চায়, তা সে জানে, এরকম নির্দিষ্ট করেই বলা উচিৎ যে সে কেমন ছেলে চায় বা কেমন মেয়ে চায়। আরেক পক্ষ আবার লিখছে, ‘এরা বিয়ের সম্পর্কটাকেও ছেলেখেলা বানিয়ে ফেলেছে! একজন ব্যক্তি লিখেছেন, মনে হচ্ছে ম্যানেজারের পরিবর্তে ভুল করে বর টাইপ করেছে। তরুণরা আসলেই ভিন্ন জগতের দিকে যাচ্ছে; এখন, সাজানো বিবাহের ধারণাটি সত্যিই একটি চুক্তিভিত্তিক হয়ে যাচ্ছে। আর এ রকম বিয়ের বিজ্ঞাপনগুলো সংবাদপত্রে ধীরে ধীরে আরও বেশি সাধারণ হয়ে উঠছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App