×

আন্তর্জাতিক

সোমবার গাজায় ঢুকেছে ৩৯ ট্রাক ত্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পিএম

সোমবার গাজায় ঢুকেছে ৩৯ ট্রাক ত্রাণ

ছবি: তাসের

মিশরের রাফা সীমান্ত দিয়ে সোমবার জরুরি মানবিক ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করেছে ৩৯ ট্রাক।

এ নিয়ে অবরুদ্ধ গাজায় গত ১০ দিনে প্রবেশ করলো মোট ১৭১টি ত্রাণবাহী ট্রাক। খবর টাইমস অব ইসরায়েল ও তাসের।

ট্রাকগুলোতে বহন করা ত্রাণের বেশির ভাগই পানি, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও শুকনো খাবার।

এদিকে, ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র জানিয়েছেন- গাজায় পাঠানো ত্রাণ মাত্র ৩ শতাংশ মানুষের চাহিদা মিটাতে পারবে।

এই মুহুর্তে গাজায় খাবারের পাশাপাশি সবার আগে প্রয়োজন ওষুধ ও জ্বালানি।হাসপাতালগুলোতে অস্ত্রোপচার প্রায় বন্ধ হয়ে গেছে জেনারেটারের জ্বালনির অভাবে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভেসিলে নেবেনজিয়া সোমবার বলেছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করেছে, তাতে ২৩ লাখ মানুষের কিছুই হবে না। তার ওপর ইন্টারনেট সেবা বন্ধ করে সেখানে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।বিশ্ববাসী যাতে তাদের এ যুদ।দাপরাধ দেখতে না পারে, এজন্যই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।গাজাকে তারা বিশ্ব থেকে বিাচ্ছন্ন করে সেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App