×

আন্তর্জাতিক

রাশিয়ার বিমানবন্দরে দাঙ্গার নেপথ্যে পশ্চিমারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০২:৪১ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দাগেস্তেনের বিমানবন্দরে ইসরায়েলবিরোধী দাঙ্গার নেপথ্যে ইউক্রেন ও পশ্চিমারা ইন্ধন দিয়েছেন।

সোমবার টিভিতে দেয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট এ অভিযোগ করেন। তিনি বলেন, রাশিয়ায় একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পরিকল্পিতভাবে ওই দাঙ্গা বাধাতে চেয়েছে পশ্চিমারা। খবর বিবিসির।

পুতিনের এ অভিযোগ 'অযৌক্তিক' দাবি করে প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চল দাগেস্তানে রবিবার রাতে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে তেলআবিব থেকে আসা বিমান অবতরণের খবরে স্থানীয় লোকজন সেখানে ব্যাপক হামলা চালায়।

মাখাচখালা নামে ওই বিমানবন্দরে ঢুকে ইসরায়েলিদের ধাওয়া করে পিটাতে থাকে। এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশ কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

উত্তেজিত জনতা একপর্যায়ে রানওয়েতে অবস্থান করা বিমানটি ঘিরে রাখে এবং এর ভিতরে ঢুকে ইহুদি যাত্রীদের খুঁজতে থাকে।

এমনকি বিমানবন্দরের বাইরে গাড়িতে তল্লাশি চালিয়েও ইসরায়েলি পাসপোর্টধারীদের খুঁজে বের করার চেষ্টা করা হয়।

এসময় বিক্ষুব্ধদের অনেকে ইহুদিবিরোধী স্লোগান দেন। ওই হামলার পর রাশিয়ার সরকারকে ‘সব ইসরায়েলি নাগরিক এবং ইহুদিদের’ রক্ষা করার আহ্বান জানিয়েছে ইসরায়েল।

পরে সোমবার অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে পুলিশ এবং ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাশিয়ার এভিয়েশন এজেন্সি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার এই ঘটনার পর বিমানবন্দরটি আগামী ৬ নভেম্বর পর্যন্ত ‘অস্থায়ীভাবে বন্ধ’ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App