×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু বলেন, ‘এখন যুদ্ধের সময়'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০২:১৬ পিএম

যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু বলেন, ‘এখন যুদ্ধের সময়'

নেতানিয়াহু

গোটা বিশ্বের শান্তিকামী মানুষ যখন গাজায় নিরীহ বেসামরিক লোকজনের ওপর চালানো হত্যাযজ্ঞ কন্ধের জন্য সরব হয়েছেন, তখন ইসরায়েলের যুদ্ধরাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ‘এখন যুদ্ধের সময়'।

হামাসকে নির্মূল না করা পর্যন্ত তিনি থামবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।সোমবার তেলআবিবে এক দেয়া ভাষণে নেতানিয়াহু এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়া মানেই হামাসের কাছে ইসরায়েলের পরাজয়।এসময় তিান বাইবেল থেকে উদৃত করে বলেন, ‘এখন যুদ্ধের সময়'।

গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় সাড়ে ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

ইসরায়েলি হামলায় প্রতিদিন গাজায় ৪২০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App