×

আন্তর্জাতিক

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৯:১৬ এএম

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর: আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি। রবিবার সন্ধ্যায় হাওড়া-চেন্নাই লাইনে একটি ট্রেন সিগন্যাল অতিক্রম করে পেছন থেকে আরেকটিকে ট্রেনকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। খবরে বলা হয়, বিশাখাপত্তনম এবং পালাসার মধ্যে একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন সিগন্যাল না পাওয়ায় আলামান্ডা এবং কান্তকাপল্লের মধ্যে রাস্তায় থেমে ছিল। এসময় ভিজাগ-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটি পেছন থেকে সেটিকে ধাক্কা মারে। এ ঘটনায় তিনটি কোচ লাইনচ্যুত হয়। রেলওয়ে সূত্র জানিয়েছে, মানুষের ভুলে দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের চালক সংকেত দেখেননি। উল্লেখ্য, মাস কয়েক আগেই বালেশ্বরে দু’টি ট্রেন এবং একটি মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৮০ জন। এবার দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App