×

আন্তর্জাতিক

জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের প্রত্যাখ্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০২:৪৮ পিএম

জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের প্রত্যাখ্যান

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে।

কিন্তু ইসরায়েল এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করছি। হামাসকে নির্মূলের পরই গাজায় হামলা বন্ধ হবে।খবর তাস ও দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (২৭ অক্টোবর) আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদের বৈঠকে প্রস্তাবটি তোলে জর্ডান। এরপরই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

মানবিক কারণে যুদ্ধবিরতি পক্ষে ভোট দেন ১২০টি দেশের প্রতিনিধিরা। ভোটদানে বিরতি ছিল ভারতসহ ৪৫টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১৪টি দেশ।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের তিন সপ্তাহ ধরে চলমান এ সংঘাতের সময় প্রথমবারের মতো এ সম্পর্কিত কোনো প্রস্তাব ভোটের জন্য উত্থাপিত হলো সাধারণ পরিষদে।

জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো প্রস্তাব পাস হওয়ার পর তা মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও বিশ্বের অধিকাংশ দেশ এই পরিষদের সদস্য হওয়ায় গৃহীত প্রস্তাবগুলোর নৈতিক গুরুত্ব রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App