×

আন্তর্জাতিক

মিশরের দুই শহরে ড্রোন হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০১:৫০ পিএম

মিশরের দুই শহরে ড্রোন হামলা

মিশরে লোহিত সাগরের উপকূলের দু’টি শহরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শহর দু’টিতে বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে মিশরের সেনাবাহিনী।

শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। কোনে পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েল এ হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতিকে দায়ী করে বলেছে, ড্রোনগুলো ইসরায়েলে হামলার জন্য পাঠানো হয়েছিল।খবর রয়টার্সের।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান-সমর্থিত হুতিরা ‘ইসরায়েলের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

মিশরের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গারিব আব্দেল হাফেজ জানান, লোহিত সাগরের দক্ষিণাঞ্চল থেকে উত্তরের দিক লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App