×

আন্তর্জাতিক

রুশ সশস্ত্রবাহিনীতে আরও ৪ লাখ সেনা নিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০১:৪৯ পিএম

রুশ সশস্ত্রবাহিনীতে আরও ৪ লাখ সেনা নিয়োগ

দিমিত্রি মেদভেদেভ

ইউক্রেন যুদ্ধে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য রাশিয়া তার সেনাবাহিনীতে নতুন করে আরও ৩ লাখ ৮৫ হাজার সদস্য নিয়োগ দিয়েছে।

চলতি বছরের ১০ মাসে এসব নতুন এসব সদস্য সংগ্রহ করেছে রাশিয়া। এদের মধ্যে ৮০ হাজার আছেন স্বেচ্ছাসেবী। খবর তাসের।

রুশ নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান ও সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বুধবার সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এ তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রাশিয়ার সশস্ত্রবাহিনীতে মোট ৩ লাখ ৮৫ হাজার নতুন সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

এ বছর রুশ সেনাবাহিনীতে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হয়েছে বলে জানান দিমিত্রি মেদভেদেভ। প্রতিদিন গড়ে ১ হাজার ৬০০ জন সেনাবাহিনীতে যোগ দেয়ার জন্য আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App