×

আন্তর্জাতিক

ফিলিস্তিন ইস্যুতে পুতিনের সঙ্গে এরদোগানের আলোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০২:৩৩ পিএম

ফিলিস্তিন ইস্যুতে পুতিনের সঙ্গে এরদোগানের আলোচনা

ছবি: আনাদোলু

গাজা-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার এ দুই নেতার মধ্যে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা নিয়ে টেলিফোনে আলাপ হয়েছে। খবর আনাদোলুর।

এ সময় এরদোগান পুতিনকে বলেন, আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে গাজায় বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতি মিনিটে তাদের হামলায় প্রাণ হারাচ্ছেন গাজার নারী-শিশু থেকে শুরু করে বেমামরিক লোকজন।

এ সময় তিনি আরও বলেন, পশ্চিমারা আসিরায়েলের এ গণহত্যার মদদ দিচ্ছে, তাদের আশকারা পেয়ে নিরপরাধ ফিলিস্তিনের ওপর হামলার তীব্রতা বাড়িয়েছে।

এরদোগান বলেন, যে কোনো মূল্যে আমি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চান।এ সময় পুতিন বলেন, উভয় পক্ষকেই সাধারণ মানুষের জানমালের দিকে খেয়াল রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App