×

আন্তর্জাতিক

যুদ্ধ কেবলমাত্র শুরু হয়েছে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১১:৪৮ এএম

যুদ্ধ কেবলমাত্র শুরু হয়েছে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধ কেবলমাত্র শুরু হয়েছে। ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করার পর গাজার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়া হবে । গেল বুধবার ইসরায়েলের সেনাবাহিনীর এলিট কমান্ডো ইউনিট সায়েরেত মাতকেলের সঙ্গে মত বিনিময় করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। খবর: সিএনএনের। এসময় সেনা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কেবলমাত্র শুরু করেছি। যুদ্ধের পরবর্তী পর্যায় শিগগিরই শুরু হবে। দুর্ভাগ্যজনকভাবে, এই যুদ্ধের প্রাথমিক পর্যায় থেকেই আমাদের মূল্য দিতে হচ্ছে। আপনারা (যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য) মানসিকভাবে প্রস্তুত হোন। নিজেদের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুত রাখুন। আমাদেরকে মাঠে নামতে হবে এবং হামাসকে ধ্বংস করতে হবে। নয়তো আমরা এখানে টিকে থাকতে পারব না। বিবিসি জানায়, হামাসের সঙ্গে চলমান যুদ্ধের আগে ইসরায়েল গাজায় জ্বালানির চাহিদার বেশিরভাগ সরবরাহ করেছে এবং ভূখণ্ডটিতে আমদানি দেখভাল করে আসছিল। গাজায় অবিরাম বিমান হামলা এবং মিশরের সঙ্গে সীমান্তে সাহায্য বন্ধ থাকার মধ্যে ইসরায়েল ভূখণ্ডটির সঙ্গে সম্পর্ক ছিন্নের পরিকল্পনা নিয়ে বিবৃতি দিয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেস সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সেখানকার ভূখণ্ডে প্রবেশ করে কয়েক শ হামাস যোদ্ধা। তার আগে ভোর বেলা থেকে সকাল পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৫ হাজার রকেট ছুড়েছিল হামাস। ইসরায়েলের ভূখন্ডে প্রবেশের পর নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি ২ শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। এই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে গাজার পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, বন্ধ করে দেওয়া হয় মিসর ও গাজার সীমান্তপথ রাফাহ ক্রসিংও, যা গাজার ‘লাইফ লাইন’ নামে পরিচিত। গত শনিবার অবশ্য খুলে দেয়া হয়েছে এই ক্রসিং। ইসরায়েলে হামাসের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৭৯১ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App