×

আন্তর্জাতিক

গাজায় হামলা মানেই ইসরায়েলের রাজনৈতিক আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম

গাজায় হামলা মানেই ইসরায়েলের রাজনৈতিক আত্মহত্যা

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা তাদের রাজনৈতিক আত্মহত্যার সামিল বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজা আশতিয়ানি।

সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনালাপের সময় মো. রেজা আশতিয়ানি বলেন, ইসরায়েলি সরকার গাজায় সাম্প্রতিক নৃশংস হামলায় যুদ্ধের সব নিয়ম ও মানবাধিকার লঙ্ঘন করেছে।খবর তাসনিম নিউজের।

তিনি উল্লেখ করেন যে, ইহুদিবাদী শাসক আসলে অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে রাজনৈতিক আত্মহত্যা করেছে। এসময় তিনি দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলারও নিন্দা জানিয়েছেন। ওই হামলাটিতে বেশ কয়েকজন সিরিয়ান কর্মকর্তা ও বেসামরিক নাগরিকও হতাহত হয়েছে।

ইরানের মন্ত্রী অবশেষে ইহুদিবাদী শাসকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে স্বাধীন অবস্থান গ্রহণের জন্য সিরিয়া ও ইরাকের প্রশংসা করেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলী মাহমুদ আব্বাস বলেছেন, আলেপ্পো এবং দামেস্কের বিমানবন্দরে ইহুদিবাদী শাসকদের হামলা বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তাদের অভ্যন্তরীণ দুর্বলতা প্রকাশ করে।

ফিলিস্তিনের স্বার্থে সিরিয়া সরকার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দাঁড়াবে বলেও জানান তিনি।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৬৫২জন ফিলিস্তিনি নিহত এবং ১৪ হাজারেরও বেশি আহত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App