×

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১২:৪৭ পিএম

ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল। এটি একটি জগন্য অপরাধ। এই হামলা ইসরায়েলকে বন্ধ করতে হবে। এই সংঘাতে শান্তি আনতে হলে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। শুক্রবার গালফ কো–অপারেশন কাউন্সিল (জিসিসি) ও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) যৌথ সম্মেলনে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। খবর: সৌদি গেজেটের। মোহাম্মদ বিন সালমান বলেন, গাজায় স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে এবং ফিলিস্তিন সমস্যা ১৯৬৭ সালের সীমানায় ফিরে যাওয়া ছাড়া সমাধান হবে না। গাজায় এ পরিস্থিতির মধ্যে সবাই বৈঠকে বসলাম। একের পর এক হামলায় সেখানে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, ঘুমন্ত শিশুকেও তারা ছাড় দিচ্ছে না। তাদেরকেও হত্যা করা হচ্ছে। এমন হত্যাকাণ্ড সৌদি কখনোই সমর্থন করে না। এদিকে শুক্রবার মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এসময় তিনি, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়টি আবারো প্রত্যাখ্যান করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App