×

আন্তর্জাতিক

গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১১:৩৯ এএম

গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৩০
গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুই আবাসিক এলাকায় শনিবার (২১ অক্টোবর) ভোরে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

এর মধ্যে দক্ষিণ গাজার রাফাহ সিটিতে কয়েকটি আবাসিক ভবনে হামলায় ১৪ জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। অনেকে এখনও ধংসস্তুূপের নিচে নিখোঁজ রয়েছেন। আর গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হন।

অন্যদিকে শনিবার সকালে দক্ষিণ লেবাননের সঙ্গে সীমান্তে ইসরায়েলি এক সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ যাত্রায় হামাস-ইসরায়েল যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলি বাহিনীর সংঘাত শুরু হয়েছে এবং তা ক্রমশ বাড়ছে।

গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর ইসরায়েলি হামলায় চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আর হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের এক হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App