×

আন্তর্জাতিক

রাশিয়া-চীন বাণিজ্য এ বছর ২০০ বিলিয়ন ছাড়িয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৩:২৪ পিএম

রাশিয়া-চীন বাণিজ্য এ বছর ২০০ বিলিয়ন ছাড়িয়েছে

ছবি: তাস

চলতি বছরে রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য এরই মধ্যে ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিয়েংর সঙ্গে বৈঠকে এ তথ্য জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর তাসের।

পুতিন বলেন, এক বছরে চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্যের পরিমাণ ২০০ বিলিয়ন ছাড়িয়ে যাবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিন দুই দিনের সফরে মঙ্গলবার চীনে পৌঁছেছেন।সেখানে তিনি ‘এ বিল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ’ শীর্ষক সম্মেলনে অংশ গ্রহণ করবেন।

বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার তিনি ভিয়েতনাম ও মঙ্গোলিয়াসহ সম্মেলনে অংশ গ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পৃথক সভা করন।

এছাড়াও এদিন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও তার স্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেন পুতিন।সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক করন পুতিন।এ বৈঠকেই তিনি দুদেশের বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App