×

আন্তর্জাতিক

পরিবারতন্ত্র নিয়ে কথা বললেন রাহুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১০:৩২ এএম

পরিবারতন্ত্র নিয়ে কথা বললেন রাহুল

ছবি: সংগৃহীত

ভারতের রাজনীতিতে বিরোধীদল কংগ্রেসকে বার বার শুনতে হয় তাদের দলে পরিবারতন্ত্র রয়েছে। এ নিয়ে দলটির বার বার সমালোচনা করেন বিরোধীরা। আর সেই প্রসঙ্গেই এবার জবাব দিয়েছেন দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের পাল্টা প্রশ্ন, অমিত শাহের পুত্র ঠিক কী করছেন এটা বলুন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের কথা উল্লেখ করেন তিনি। তিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইয়ের সেক্রেটারির পদে রয়েছেন। জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রেসিডেন্ট। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাহুল গান্ধী জানিয়েছেন যে অমিত শাহের ছেলে ঠিক কী করছেন? রাজনাথ সিংয়ের ছেলে কী করছেন? অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট চালাচ্ছেন। ব্যাপারটা বুঝুন। বিজেপির দিকে একবার তাকান। অনুরাগ ঠাকুরের মতো অনেকেরই পরিবারতন্ত্র রয়েছে। উল্লেখ্য, রাজনাথ সিংয়ের পুত্র পঙ্কজ সিং উত্তরপ্রদেশের বিধায়ক। এদিকে ভোটমুখী মিজোরামে তিনি শাসকদল মিজো ন্যাশানাল ফ্রন্ট ও জোরাম পিপলস মুভমেন্টকে নিশানা করেন। তার মতে তারা উত্তরপূর্বভারতে আরএসএস আর বিজেপির হাতের পুতুল। তিনি জানিয়েছেন, কংগ্রেস দল পুরোপুরি আদর্শগতভাবে বিজেপির বিরোধী। সেকারণে আমরা কারোর হাতের পুতুল হব না। কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করতে পারেন। তার মধ্যে মিজোরাম, তেলেঙ্গানা, মধ্য়প্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App