×

আন্তর্জাতিক

অতিরিক্ত ভালোবাসা সইতে না পেরে স্বামীকে ডিভোর্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১০:৫৬ এএম

অতিরিক্ত ভালোবাসা সইতে না পেরে স্বামীকে ডিভোর্স

ছবি: প্রতীকী

ডিভোর্স কেন হয়? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ ক্ষেত্রেই আসে বেদনাদায়ক ঘটনার কথা। যদিও রসিকজনরা জবাব দেন, বিয়েই হলো বিচ্ছেদের প্রধান কারণ। তবে হেঁয়ালি ছাড়লে সবসময় যে খুব গম্ভীর কারণে বিচ্ছেদ হয় তেমন নয়। খুব তুচ্ছ কারণেও দম্পতিরা আজকাল বিচ্ছেদের পথে হাঁটছেন। ভারতের মুম্বাইয়ের আইনজীবী ও অনলাইনে কন্টেন্ট নির্মাতা তানিয়া আপাচু সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তুলে ধরেছেন বিচ্ছেদের উদ্ভট কিছু কারণ। যেখানে আরামের ভঙ্গিতে বসে আছেন তিনি। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। সঙ্গে স্ক্রিনে ভেসে উঠছে বিচ্ছেদের উদ্ভট কারণ সম্পর্কিত লেখা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। কারণগুলোর মধ্যে একটি ছিল- “মধুচন্দ্রিমায় গিয়ে স্ত্রীর পোশাক পছন্দ না হওয়ায় তালাক!” আবার আরেকটি ছিল, “স্বামী পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি নেয়ায় স্ত্রীকে পর্যাপ্ত সময় দেননি।” আর তাতেই বিচ্ছেদ! “স্বামীর পা ছুঁতে অস্বীকার। স্ত্রী রান্না জানে না, তাই না খেয়ে কাজে যেতে হয়” এমন কারণেও বিচ্ছেদের আবেদন করেন অনেকেই। আবার এক নারী নাকি অভিযোগ করেছেন, “স্বামী তাকে অতিরিক্ত ভালোবাসেন, বেশি বেশি কেয়ার করেন। ঝগড়া করেন না। এতে বিরক্তিতে তিনি তালাকের আবেদন করেছেন।” ২০২০ সালে এমন এক মামলার ঘটনা চাঞ্চল্য ছড়ায়। যেখানে উত্তর প্রদেশের এক নারী এমন কারণে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। ওই নারীর দাবি ছিল, “১৮ মাসের সংসার জীবনে তার কখনও ঝগড়া হয়নি।” ১০ দিন আগে কেন বিয়ে করতে হবে? শিরোনামে করা পোস্ট এরই মধ্যে এক লাখের বেশি লাইক ও ১.৬ মিলিয়ন ভিউ পেয়েছে। পোস্টে হরেক রকম মন্তব্য করছেন তানিয়ার অনুসারীরা। একজন যেমন দাবি করে বলেছেন, প্রাক-বৈবাহিক কাউন্সেলিং বাধ্যতামূলক করা উচিত।” আবার আরেকজন বলেছেন, “মানুষের উচিত শুধুমাত্র বিয়ে করা বন্ধ করা।” একজন তো দাবি করেছেন, “নাক ডাকার কারণে বিচ্ছেদ” হওয়ার কথাও শুনেছেন তিনি। আরেকজন সম্ভবত বিয়ে বিরোধী, কিংবা বিয়ে না করার যুক্তি হিসেবে এই কনটেন্টকে লুফে নিয়েছেন। তার মন্তব্য, “আমি কেন বিয়ে করতে চাই না, এটিই তার বৈধ কারণ।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App