×

আন্তর্জাতিক

চীন যাচ্ছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৫:২২ পিএম

চীন যাচ্ছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

চীন যাচ্ছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। বেইজিংয়ে ১৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত ‘থার্ড বেল্ট অ্যান্ড রোড ফোরাম (বিআরএফ) ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন’-এ যোগ দিতে তিনি চীন সফর করবেন। শনিবার (১৫ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স- হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বিআরএফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ‘কানেক্টিভিটি ইন অ্যান ওপেন গ্লোবাল ইকোনমি’ শীর্ষক হাই-লেভেল ফোরামে ভাষণ দেবেন। এ উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কাকার। চীনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিনিয়োগকারীদের পাশাপাশি বেশ কয়েকজন নেতাও এই ফোরামে যোগ দেবেন। রোববার প্রধানমন্ত্রীর সফরের কথা বলতে গিয়ে তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি বলেছেন, কাকার চীনা কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ এবং কৃষি, স্বাস্থ্য, শিল্প, সবুজ জ্বালানি এবং মহাকাশ প্রযুক্তি সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা করবেন। আসন্ন সফরের সময় এগুলো স্বাক্ষরিত হবে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছিলেন, এই সফর পাকিস্তান ও চীনের মধ্যে চলমান শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতাকে ‘আয়রন ব্রাদার্স’ হিসেবে উন্নত করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সহায়তা করবে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পাকিস্তানের সীমান্তবর্তী জিনজিয়ান অঞ্চল এবং এই অঞ্চলের অন্যান্য আটটি দেশও সফর করবেন। রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সিনিয়র কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারীদের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে তালেবান প্রশাসনের প্রতিনিধি পর্যন্ত ১৩০টি দেশের নেতারা ফোরামে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App