×

আন্তর্জাতিক

গাজা-ইসরায়েল পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের ফোনালাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১০:১৩ পিএম

গাজা-ইসরায়েল পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের ফোনালাপ

ইসরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে ফোনালাপ হয়েছে। খবর রয়টার্সের

এসময় এই সংঘর্ষ যাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চীনের সহায়তা চেয়েছেন ব্লিঙ্কেন। জবাবে ওয়াং ওয়াশিংটনকে এ ক্ষেত্রে ‘গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা’ পালন করার আহ্বান জানান।

যত দ্রুত সম্ভব বেইজিং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে ‘শান্তি আলোচনা’ আয়োজনের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে চীনের সরকারি বিবৃতিতে এই সংঘর্ষের নিন্দা জানানো হয়েছে। তবে সেখানে হামাসের নাম উল্লেখ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App