×

আন্তর্জাতিক

গাজার ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে বাধ্য করার আহ্বান হামাসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পিএম

গাজার ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে বাধ্য করার আহ্বান হামাসের

ছবি: সংগৃহীত

গাজার ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে দখলদার ইসরায়েলকে বাধ্য করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে মুসলিম বিশ্ব তথা গোটা আন্তর্জাতিক সমাজের উদ্দেশে হামাস বলেছে, গাজার মানুষের নিত্যপণ্য সংগ্রহের জন্য ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে দখলদার শক্তিকে বাধ্য করুন। দখলদার ইসরায়েল গাজার বিদ্যুৎ, খাবার ও পানি বন্ধ করে দিয়ে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে। এ অবস্থায় সেখানে মানবিক সংকট দেখা দিয়েছে। ক্রসিং পয়েন্টগুলো বন্ধ থাকায় মজলুম গাজাবাসী নিরুপায় হয়ে পড়েছে। হামাস বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনিরা গোটা বিশ্বের প্রতিনিধি হিসেবে দখলদারদের মোকাবেলায় মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাসকে রক্ষা করছে। দখলদারদেরকে ফিলিস্তিনি জাতির সঙ্গে যা ইচ্ছা তাই করার অনুমতি দেবেন না। সবাই মিলে দখলদারকে ওপর চাপ প্রয়োগ করুন। প্রসঙ্গত, গত শনিবার সকাল থেকে ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান শুরুর হয়। এরপর দখলদার বাহিনী গাজার বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা ফেলতে শুরু করে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পঞ্চম দিনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২০০। সূত্র: পার্স টুডে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App