×

আন্তর্জাতিক

প্যারাগুয়ের কারাগারে কয়েদিদের আগুন, কারারক্ষীদের জিম্মি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৩:৪৬ পিএম

প্যারাগুয়ের কারাগারে কয়েদিদের আগুন, কারারক্ষীদের জিম্মি

প্যারাগুয়ের রাজধানীর উপকণ্ঠে একটি কারাগারে বিদ্রোহ দমাতে সামরিক বাহিনী পাঠিয়েছে দেশটির সরকার।

দাঙ্গা বাঁধিয়ে, ১১ কারারক্ষীকে জিম্মি করে প্যারাগুয়ের সবচেয়ে বড় কারাগার তাকুম্বু পেনটেনশিয়ারিতে আগুন দিয়েছে বন্দিরা। খবর রয়টার্সের।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এনরিক রিয়েরা জানান, রাজধানীর উপকণ্ঠে ওই কারাগারে মঙ্গলবার দাঙ্গা বাঁধায় কয়েদিরা। পরে ওই কারা বিদ্রোহ দমন করতে সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়।

তিনি জানান, কয়েদিদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সামরিক বাহিনী পৌঁছানোর পর দুই জিম্মিকে ছেড়ে দেয় কয়েদিরা।

তাকুম্বু কারাগারের টিনের ছাদের এক ভবনেই চার হাজার বন্দিকে রাখা হয়েছে। কারাগারের ভেতরের পরিস্থিতি প্রায় অনেকটাই স্থানীয় গ্যাংগুলোর নিয়ন্ত্রণে থাকে।

কারাগারের ফটকে যখন আগুন জ্বলছিল, পুলিশ সদস্যদের তখন নিরাপদ জায়গায় অবস্থান নিতে দেখা যায়। দমকলকর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দাঙ্গা ও আগুনের খবর পেয়ে বন্দিদের পরিবারের সদস্যরা জড়ো হন কারাগারের বাইরে। উৎকণ্ঠা নিয়ে খবরের জন্য অপেক্ষা করছিলেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী এনরিক রিয়েরা বলেছেন, তাকুম্বু কারাগারের এই বিদ্রোহ দমনের পর সরকার কারা সংস্কারে মনোযোগী হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App