×

আন্তর্জাতিক

১২ ঘণ্টা পর মুক্তি পেলেন ইসরাইলি সাংবাদিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১১:৪৬ এএম

১২ ঘণ্টা পর মুক্তি পেলেন ইসরাইলি সাংবাদিক

ইসরাইলের শীর্ষ পত্রিকা হারেৎসের এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা ১২ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি যেদ্ধাদের হাত থেকে।

পত্রিকাটির সম্পাদক এসথার সলোমন এক পোস্টে জানান, আমির তিবোন নামে তার পত্রিকার এক সাংবাদিক কিবুৎজ এলাকায় তার বাসায় শনিবার সকাল থেকে অবরুদ্ধ ছিলেন। খবর আল-জাজিরার।

ইসরাইলি সেনাবাহিনীর কমান্ডোরা শনিবার রাতে ওই ইসরাইলি সাংবাদিকের পরিবারকে উদ্ধার করে।

এদিকে গাজার সীমান্তবর্তী ইসরাইলি শহর এসডেরোতের দখল করা একটি পুলিশ স্টেশন ফিলিস্তিনি যোদ্ধাদের কাছ থেকে উদ্ধার করেছে ইসরাইলি বাহিনী।

এ সময় ইসরাইলি সেনাদের গুলিতে ১০ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App