×

আন্তর্জাতিক

সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ডের ৫ বছরেও ন্যায়বিচার হয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম

সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ডের ৫ বছরেও ন্যায়বিচার হয়নি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যার পাঁচ বছর পূর্ণ হয়েছে গেল সোমবার (২ অক্টোবর)। তবে এখনো ন্যায়বিচার হয়নি। এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এখনো লড়াই করে যাচ্ছেন সৌদি অধিকারকর্মীরা। তারা বলছেন, সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিময়ে আরেকটু রক্ষণশীল হওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রিডম ইনিশিয়েটিভের সৌদি পরিচালক আবদুল্লাহ আলাউধ বলেন, ‘বিশ্বের বিভিন্ন সরকারকে সৌদি আরবের সঙ্গে ব্যবসা করতে হবে। কিন্তু মানবাধিকার বা মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধগুলো জলাঞ্জলি দিয়ে কোনো দেশ যখন একনায়কতন্ত্র ও স্বৈরাচারী সরকারগুলোর সঙ্গে কাজ করে, তখন সে দেশের নিজস্ব যে কৌশল বা মানবাধিকারের ধারণা, তা ভূলুণ্ঠিত হয়। আপনি যখন নিরাপত্তার খাতিরে স্বাধীনতা জলাঞ্জলি দেন, তখন কোনোটাই টেকে না।’ যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আলকিস্ট ফর হিউম্যান রাইটসের লিনা আল-হাতলুল বলেন, ‘আপনি সৌদি তেল কিনতে পারেন, একইসঙ্গে তাদের দেশে হওয়া মানবাধিকার লঙ্ঘনের সমালোচনাও করতে পারেন।’ প্রসঙ্গত, ২০১৮ সালের এই দিনে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গিয়ে খুন হয়েছিলেন জামাল খাসোগি। ইস্তানবুলের পুলিশ মনে করছে, কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App