×

আন্তর্জাতিক

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট হতে চান সিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৫০ পিএম

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট হতে চান সিসি

আফ্রিকার দেশ মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আবারও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

দেশটিতে আগামী ডিসেম্বরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া আল–সিসি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন। খবর আল-জাজিরার।

সোমবার আল–সিসি নিজেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামবেন বলে ঘোষণা দিয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আল–সিসি বলেন, আবারও প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন পূরণে লড়াই চালানোর বিষয়ে মনস্থির করেছি। আমি মিসরবাসীকে গণতান্ত্রিক এ প্রক্রিয়ায় অংশ নিতে এবং নিজের বিবেক কাজে লাগিয়ে দেশপ্রেমিক ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানাই।

অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে মিসর। রেকর্ড মুদ্রাস্ফীতি ও স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে। এ ছাড়া বিরোধীদের দাবি, নির্বাচনে প্রার্থীরা হয়রানি ও ভয়ভীতির শিকার হচ্ছেন। এরপরও ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে আল-সিসি জয় পেতে পারেন।

আগামী ১০-১২ ডিসেম্বর মিসরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১-৩ ডিসেম্বর বিদেশে অবস্থানরত মিসরীয়রা তাদের ভোট দিতে পারবেন।

২০১৪ সালে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে মিসরের ক্ষমতা হাতে নেন তৎকালীন সেনাপ্রধান আল-সিসি। পরে ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও বিজয়ী হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App