×

আন্তর্জাতিক

মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১১:৪৬ এএম

মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩৮ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। সোমবার ( ২ অক্টোবর) এপির এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশ কমপ্লেক্স থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে। এছাড়াও ভিডিও দেখে মনে হয়েছে ভবনটির সম্মুখভাগ ধসে পড়েছে। দুই প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ঘটনাস্থলে দমকল বাহিনীকে পাঠানো হয়েছে। তবে তারা আগুন নেভাতে হিমিশিম খাচ্ছেন। এছাড়াও ভবনটি থেকে কয়েকজনকে বের করতেও দেখা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল-গাফফারের মতে, ইসমাইলিয়ার সুয়েজ খাল প্রদেশের বহুতল পুলিশ সদর দফতরে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ৩৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে ওই স্থানে চিকিৎসা দেয়া হয়েছে, অন্য ২৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজন ছাড়া বাকি সবাই শ্বাসকষ্টে ভুগছেন। আহতদের মধ্যে সাতজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অনুসারে, ২০২২ সালে মিশরে ৪৯ হাজার ৩০০টিরও বেশি আগুন লেগেছিল। এতে ২০৩ জনের মৃত্যু ও ৮৫৫ জন আহত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App