×

আন্তর্জাতিক

স্লোভাকিয়ায় নির্বাচনে জয় পেল মস্কোপন্থি দল!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০২:৩৫ পিএম

স্লোভাকিয়ায় নির্বাচনে জয় পেল মস্কোপন্থি দল!

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার নির্বাচনে জয় পেয়েছে রুশপন্থি দল।

শনিবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে মস্কোপন্থি জনপ্রিয় এই দলটি প্রায় ২৫ শতাংশ ভোট পেয়েছে।খবর বিবিসির।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন এই দলটি অবিলম্বে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়ে রেখেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অনুষ্ঠিত স্লোভাকিয়ার সংসদীয় নির্বাচনে প্রায় সব ভোট গণনা করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বে মস্কোপন্থি দল স্মেয়ার-এসএসডি পার্টি এতে জয়ী হতে চলেছে। মস্কোপন্থি এই দলটি প্রায় ২৫ শতাংশ ভোট পেয়ে স্পষ্ট ব্যবধানেই সবচেয়ে এগিয়ে রয়েছে।

যদিও নির্বাচন শেষে এক্সিট পোলে উদার মধ্যপন্থি দলের জয়ের ইঙ্গিত দেয়া হয়েছিল।

বিবিসি বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে কিয়েভের বেশ বড় সমর্থক হিসেবে জোরালো ভূমিকা রেখে আসছে স্লোভাকিয়া।

তবে নির্বাচনে জয় পাওয়া মস্কোপন্থি দল স্মেয়ার-এসএসডি পার্টি ইউক্রেনে অবিলম্বে সামরিক সহায়তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

রবার্ট ফিকো অবশ্য এর আগে এক দশকেরও বেশি সময় ধরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিক জান কুচিয়াক হত্যাকাণ্ডের পর ফিকো প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন।

সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী হওয়ায় এখন তিনি পরবর্তী সরকার গঠনের বিষয়ে জোট গঠনের আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App