×

আন্তর্জাতিক

স্কটল্যান্ডে ঢুকতে পারলেন না ভারতীয় হাইকমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম

স্কটল্যান্ডে ঢুকতে পারলেন না ভারতীয় হাইকমিশনার

যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পুরনো ছবি

কানাডায় খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ঘটনায় এবার স্কটল্যান্ডে প্রবেশ করতে পারেননি যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ডের গ্লাসগোতে গুরুদুয়ারা পরিদর্শনের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু খালিস্তান আন্দোলনের নেতারা তাকে সেখাবে প্রবেশে বাধা দেয়। পরে বিষয়টি যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কাছে তুলে ধরেন ভারতীয় এ হাকমিশনার।

সূত্র জানায়, দোরাইস্বামী স্কটল্যান্ড সফরের সময় গুরুদুয়ারা কর্তৃপক্ষ তাকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানটি পরিদর্শনের আমন্ত্রণ জানায়। এ সময় সেখানে বসবাসরত শিখ সম্প্রদায়ের একটি অংশ গুরুদুয়ারার বাইরে বিক্ষোভ করে এবং নানা স্লোগান দেয়। এ সময় তারা বিক্রম দোরাইস্বামীকে সেখানে প্রবেশে বাধা দেয়।

এদিকে হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের এজেন্টরা জড়িত বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ তোলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। অবশ্য ভারত এই অভিযোগকে ‘অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App