×

আন্তর্জাতিক

অবশেষে সেই মার্কিন সেনাকে মুক্তি দিল উত্তর কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ এএম

অবশেষে সেই মার্কিন সেনাকে মুক্তি দিল উত্তর কোরিয়া

ছবি: বিবিসি

দক্ষিণ কোরিয়া থেকে গত ১৯ জুলাই আকস্মিকভাবে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন ট্রাভিস কিং (২৩) নামের এক মার্কিন সেনা।

এরপর তাকে নিজেদের জিম্মায় নেয় পিয়ংইয়ং। দীর্ঘ দুই মাস পর বুধবার (২৭ সেপ্টেম্বর) উত্তর কোরিয়া জানিয়েছে, তদন্ত শেষ হওয়ায় তারা ট্রাভিস কিংকে চীন সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের হেফাযতে ফেরৎ পাঠিয়েছে। খবর বিবিসির।

উত্তর কোরিয়ার দাবি, ট্রাভিস কিংয়ের সঙ্গে অমানবিক ও বর্ণবাদী আচরণ করায় তিনি সীমান্ত পার হয়ে পিয়ংইয়ং চলে যান।

গত ১৯ জুলাই একটি ট্যুর গ্রুপের সঙ্গে উত্তর-দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় যান ট্রাভিস কিং। সেখানে গিয়ে হঠাৎ করেই উত্তর কোরিয়ায় প্রবেশ করেন তিনি। এরপর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

ট্রাভিস কিং দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাবাহিনীর সদস্য হিসেবে মোতায়েন ছিলেন। কিন্তু শৃঙ্খলা ভঙ্গের কারণে দেশটিতে দুই মাস কারাভোগ করেন তিনি। এরপর তাকে ফেরত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। সেহিসেবে তাকে বিমানবন্দরেও নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে ট্রাভিস কিং পালিয়ে ট্যুর গ্রুপের সঙ্গে সীমান্তে চলে যান এবং উত্তর কোরিয়ায় প্রবেশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App