×

আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম

সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ১৩

ছবি: ইন্টারনেট

মধ্য সোমালিয়ায় বেলেদউইনে শহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার একটি নিরাপত্তাচৌকির দিকে বিস্ফোরক ভর্তি ট্রাক চালিয়ে এ হামলা চালানো হয়। খবর এএফপির।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আহমেদ ইয়ারে আদান বলেন, আমরা ১৩ জনের মরদেহ উদ্ধার করেছি, যাদের অধিকাংশই কাছাকাছি অবস্থানকারী বেসামরিক নাগরিক। প্রায় ২০ জন আহত ব্যক্তিকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।

সোমালিয়ার বিপর্যস্ত সরকার আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ‘বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিপর্যয়’-এর কথা স্বীকার করার পর এ হামলার ঘটনা ঘটলো। মোগাদিশুতে আন্তর্জাতিকভাবে সমর্থিত ভঙ্গুর সরকারকে উৎখাত করতে ইসলামপন্থী জঙ্গিরা ১৫ বছরেরও বেশি সময় ধরে বিদ্রোহ করছে।

তবে শনিবারের বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

হামলায় আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছিল। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে আসা পুলিশ কর্মকর্তা আবদুকাদির ইয়াসিন জানান, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধার করছেন। হামলায় সৃষ্ট ধ্বংসলীলা প্রচুর।

১৩ জনের মৃত্যু ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App