×

আন্তর্জাতিক

রাশিয়ার যুদ্ধবিমান কারখানা পরিদর্শন কিমের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম

রাশিয়ার যুদ্ধবিমান কারখানা পরিদর্শন কিমের

১৫ সেপ্টেম্বর রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর কমসমোলস্কে যুদ্ধবিমান তৈরির কারখানা পরিদর্শন করেন কিম জং উন।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর কমসমোলস্কে যুদ্ধবিমান তৈরির কারখানা পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কিম যে কারখানাটি পরিদর্শন করেছেন তা দেশের অন্যতম বড় বিমান উৎপাদন কেন্দ্র। এই কারখানা থেকেই উৎপাদন করা হয় সুখোই-৩৫ এস এবং সর্বাধুনিক স্টেলথ যুদ্ধবিমান সুখোই-৫৭। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নোভোস্টি-এর ভিডিও ফুটেজে কিম ও তার প্রতিনিধিদলকে কমসোমলস্ক-অন-আমুরে ইউরি গ্যাগারিন যুদ্ধবিমান কারখানার মধ্যে দেখা যাচ্ছে। কিমকে দেখা গেছে একটি যুদ্ধবিমানের ভেতরে। এই কারখানাটির নামকরণ করা হয়েছে রাশিয়ার বিখ্যাত মহাকাশচারী ইউরি গ্যাগারিনের নামে, যিনি একজন রাশিয়ান বৈমানিক হিসেবে প্রথম মহাশূন্য ভ্রমণ করেন। রাশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম ভ্লাদিভোস্টক বন্দর নগরীতেও যাবেন এবং সেখানে তিনি রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের সামরিক সক্ষমতা দেখবেন বলে আশা করা হচ্ছে। বুধবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের বৈঠকে 'সন্তোষজনক' এক চুক্তিতে পৌঁছেছেন বলে জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এবং ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির সংবাদপত্র রোদং শিনমুনের খবরে বলা হয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক রাজনীতি, অর্থনীতি এবং সামরিক বিষয় নিয়ে আলোচনা করেছেন এ দুই নেতা। চার বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই ছিল পুতিন-কিমের প্রথম বৈঠক।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App