×

আন্তর্জাতিক

টাকা না পেয়ে চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিলেন সাপুড়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ এএম

টাকা না পেয়ে চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিলেন সাপুড়েরা

ছবি: সংগৃহীত

পারফরম্যান্সের পরে যাত্রীদের কাছ থেকে টাকা না পেয়ে চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিয়েছেন সাপুড়েরা। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সস্প্রতি ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ট্রেনে এমন ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চারজন সাপুড়ে সাপ নিয়ে উঠেছিল ট্রেনে। সাধারণত তাঁরা সাপের খেলা দেখিয়ে টাকা উপার্জন করেন। কিন্তু সারাদিন সেভাবে উপার্জন কিছু হয়নি। তার উপর যাত্রীদের সঙ্গে ঝামেলা। এনিয়ে মেজাজ হারিয়ে ফেলেন তারা। এরপর যাত্রীদের সঙ্গে তাদের ঝগড়া বেঁধে যায়। এরপরই তারা সাপ ছেড়ে দেয় ট্রেনের মধ্যেই। এর জেরে যাত্রীদের মধ্যেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টা ধরে ট্রেনের মধ্যেই হইচই পড়ে যায়। একে তো জেনারেল কামরা। একেবারে ভিড়ে ঠাসা অবস্থা। তার উপর ট্রেনের মধ্যে সাপ ছেড়ে দিয়েছে সাপুড়েরা। কামরায় সাপ। আর চলন্ত ট্রেন থেকে লাফ মারলে সাক্ষাৎ মৃত্যু। তার জেরে এবার কী করবেন ভেবে পাননি অনেকেই।একাধিক যাত্রী আতঙ্কে ট্রেনের বাথরুমে ঢুকে পড়েন। ধীরজ কুমার নামে এক যাত্রী জানিয়েছেন, ট্রেনটি হাওড়া থেকে গোয়ালিয়র যাচ্ছিল। বান্দা স্টেশনে ওই সাপুড়েরা ট্রেনে ওঠে। তারা ট্রেনে উঠে সাপ খেলা দেখাচ্ছিল। সাপটি ঝুড়ি থেকে বেরিয়ে মাথা তুলছিল। এদিকে খেলা দেখানোর পরে তারা যাত্রীদের কাছ থেকে টাকা চান। কিন্তু যাত্রীদের অনেকেই টাকা দিতে চাননি। এরপরই রেগে যান সাপুড়েরা। ওই যাত্রী বলেন, কিছু যাত্রী টাকা দিয়েছিলেন। কিন্তু কয়েকজন যাত্রী টাকা দেননি। এরপরই তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান। এরপরই তারা ঝাঁপি উপুড় করে দেন। আর তারপরই ঝুড়ি থেকে সাপ বেরিয়ে পড়ে। এরপরই লাফালাফি শুরু করে দেন যাত্রীরা। এমনকী কয়েকজন কন্ট্রোল রুমেও ফোন করে ফেলেন। তবে এবার ব্যাপারটি অন্য দিকে মোড় নিচ্ছে এটা বুঝতে পেরে সাপুড়েরা সাপ ধরে ট্রেন থেকে দ্রুত নেমে পড়েন। রেলের মাহোবা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অখিলেশ প্রতাপ সিংহ বলেন, তাঁরা রেলের নিয়ন্ত্রণকক্ষ থেকে সাপ ছেড়ে দেয়ার খবর পেয়ে সাপুড়েদের ধরতে তৎপরতা শুরু করেন। সাপগুলো কোনও যাত্রীকে কামড়ায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App