×

আন্তর্জাতিক

ভয়াবহ বন্যা, শহরজুড়ে শুধু লাশ আর লাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ পিএম

ভয়াবহ বন্যা, শহরজুড়ে শুধু লাশ আর লাশ

ছবি: সংগৃহীত

লিবিয়ায় পূর্বাঞ্চলীয় ডেরনা শহরে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। শহরজুড়ে লাশ আর লাশ পাওয়া যাচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ। বন্যায় ৩০ হাজারও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খবর: বিবিসি ও আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, সুনামির মতো বন্যায় সাগরে ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করতে রীতিমত লড়াই করতে হচ্ছে দেশটির উদ্ধারকারী দলগুলোকে। ডেরনা শহরের দুইটি বাঁধ ও চারটি সেতু ধসে গেছে। এরফলে গত রবিবার আঘাত হানা ঘূর্ণিঝড় ড্যানিয়েলে ভেসে গেছে শহরের বড় একটি অংশ। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ১০ হাজার মানুষ এখনো নিখোঁজ আছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে একজন চিকিৎসক আহতদের সেবা দিতে ডেরনা শহরে গেছেন। তিনি শহরের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ডেরনায় তিনি ও তার সহকর্মীরা যা দেখতে পাচ্ছেন তাতে তারা স্তব্ধ। বিবিসিকে চিকিৎসক আনাস বলেছেন, আমরা ওই অঞ্চলে বিপুল সংখ্যক লাশ পড়ে থাকতে দেখছি। এটি পুরোপুরি একটি বিপর্যয়। আমি সত্যিই হতবাক। তিনি আরো বলেছেন, শহরের লোকজন এত বেশি মানসিকভাবে বিপর্যস্ত যে তারা কাঁদতে পারছেন না। কবরে দাফনের আগে অনেকের লাশ রাস্তার পাশে রাখা হয়েছে- যেন তাদের আত্মীয়রা আপনজনের লাশ চিহ্নিত করতে পারে। শহরটিতে ইতিমধ্যে অল্প মাত্রায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এতে যোগ দিয়েছে মিশরও। লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতির কারণে এ তৎপরতা কিছু বাধাগ্রস্ত হচ্ছে। দেশটি এখন দুটি সরকারের নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে আছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ইরান, ইতালি, কাতার এবং তুরস্কসহ কিছু দেশ জানিয়েছে, প্রয়োজনীয় সহায়তা করতে তারাও প্রস্তুত আছে। লিবিয়ায় রবিবার অন্ধকারের মধ্যেই করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, শহরের রাস্তায় বন্যার পানিতে ভেসে যাচ্ছে বহু গাড়ি। অনেক মানুষের সাগরের পানিতে ভেসে যাওয়ার কষ্টকর ঘটনার পাশাপাশি অনেকে আবার নিজেকে রক্ষার জন্য অবস্থান নিয়েছেন নিজ নিজ বাসা বাড়ির ছাদে। লিবিয়ার পূর্বাঞ্চলে নিয়ন্ত্রিত সরকারের একজন হিশাম চোকিওয়াত বলেছেন, যা দেখেছি তাতে আমি হতবাক। এটা ছিল সুনামির মতো। বিবিসিকে তিনি জানিয়েছেন, ডেরনা শহরের দক্ষিণে একটি বাঁধ ধসে যাওয়ায় শহরের বড় অংশ সাগরের পানিতে তলিয়ে গেছে। আলি দেবিয়াহ নামে আরেকজন বলেন, মৃতদেহ উদ্ধারেও হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। তবে নৌবাহিনী ও ডুবরিরা সাগর থেকে মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App