×

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে ইউক্রেনের ৮ ড্রোন ও তিন স্পিডবোট ধ্বংস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম

কৃষ্ণসাগরে ইউক্রেনের ৮ ড্রোন ও তিন স্পিডবোট ধ্বংস

ছবি: স্পুৎনিক

ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরের আকাশ থেকে ইউক্রেনের আটটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ড্রোন ভূপাতিত করার কাজে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। খবর স্পুৎনিকের।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রবিবার রাতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে। এজন্য তারা বিমানের বৈশিষ্ট্যসম্পন্ন ড্রোন ব্যবহার করেছিল কিন্তু রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার সেই হামলার চেষ্টা বানচাল করে দেয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ক্রিমিয়া প্রজাতন্ত্রের উপকূলে এসব ড্রোন ধ্বংস করা হয়। মন্ত্রণালয় আরো জানিয়েছে, রাশিয়ার সেনারা কৃষ্ণসাগরের পানিসীমায় মার্কিন নির্মিত তিনটি স্পিড বোটও ধ্বংস করেছে। এসব স্পিডবোটে করে ইউক্রেনের সেনারা রাশিয়ায় হামলা চালানোর জন্য যাচ্ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App