×

আন্তর্জাতিক

বিশ্বনেতাদের নতুন স্নায়ুযুদ্ধের সতর্কবার্তা চীনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

বিশ্বনেতাদের নতুন স্নায়ুযুদ্ধের সতর্কবার্তা চীনের

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ইন্দোনেশিয়ার জাকার্তায় ২৬তম আসিয়ান সম্মেলনের সময় বক্তৃতা দেন-ছবি: রয়টার্স

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে অংশ নিয়ে বিশ্বনেতাদের ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) তিনি বলেছেন, দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব মোকাবিলা করার সময় ‘নতুন স্নায়ুযুদ্ধ’ এড়ানোকে গুরুত্ব দিতে হবে। খবর: আলজাজিরার। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ভূরাজনৈতিক তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝে ইন্দোনেশিয়ায় আসিয়ান জোটের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এই জোটের বার্ষিক শীর্ষ সম্মেলনে লি বলেছেন, দেশগুলোর মাঝে বিদ্যমান মতপার্থক্য ও বিরোধ যথাযথভাবে মোকাবিলা করা প্রয়োজন। বর্তমানে কারো পক্ষ নেয়া, ব্লকের সংঘাত এবং একটি নতুন স্নায়ুযুদ্ধের বিরোধিতা করার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রধান শক্তির দেশগুলোর বিরোধে জড়ানোর বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন অংশীদার দেশগুলোর নেতাদের সঙ্গেও বিস্তৃত আলোচনা করছেন এই জোটের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App