×

আন্তর্জাতিক

যুদ্ধে সামনের সারিতে এখন ইউক্রেনের সাইবার টিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

যুদ্ধে সামনের সারিতে এখন ইউক্রেনের সাইবার টিম

ছবি: ইন্টারনেট

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এখন প্রযুক্তি যুদ্ধে মোড় নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াই এখন সামনের সারিতে অবস্থান করছে ইউক্রেনের সাইবার টিম।

ইউরোপের এই দুই প্রতিবেশীর লড়াই এখন হাইটেক যুদ্ধে রূপ নিয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের সাইবার ইউনিটের (এসবিইউ) প্রধান ইলিয়া ভিটিওক গণমাধ্যমকে বলেন, আমাদের সদস্যরা এখন সরাসরি যুদ্ধ ময়দানে যুক্ত হয়েছেন।

রাশিয়ার ড্রোনসহ বিভিন্ন হাইটেক যুদ্ধাস্ত্র নিস্ক্রিয় করতে যুদ্ধ ময়দানের সামনের সারিতে কাজ করছে ইউক্রেনের ওই সাইবার ইউনিটের সদস্যরা।এদের মধ্যে রয়েছেন অনেক দক্ষ হ্যাকারও।

এই সাইবার টিমের সদস্যরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিজুয়্যাল রিকগনিশন সিস্টেম ব্যবহার করে ড্রোন, স্যাটেলাইট এবং অন্য টেকনিকেল মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তা ইউক্রেনের সেনাবাহিনীকে জানায়।

এর ফলে রুশ হামলার ধরন এবং কোথায় কোন অস্ত্র দিয়ে হামলা করছে তা আগে থেকেই জানতে পারছে।

এছাড়াও এই ইউনিট ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়া অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীর গতিবিধি সব সময় পর্যবেক্ষণ করছে।

কখনো এসব ড্রোন দিয়ে ইউক্রেন পর্যবেক্ষণ করে, আবার কখনো এগুলো হামলা পরিচালনার কাজেও ব্যবহার করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App