×

আন্তর্জাতিক

ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাত, নিহত ২১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম

ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাত, নিহত ২১

ছবি: এপি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি ঘূর্ণিঝড়ের আঘাতে ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর প্রভাবে দেশটির বেশ কয়েকটি শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যে বাস্তুচ্যুত হয়েছে শতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘূর্ণিঝড়ের আঘাত হানে। খবর এপির।

রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট জানিয়েছেন, বন্যার পানি কমতে থাকায় মরদেহ পাওয়া যাচ্ছে। প্রায় ৬০টি শহর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিও গ্র্যান্ডে ডো সুলে ২১ জন প্রাণ হারিয়েছে। পাশের রাজ্য সান্তা ক্যাটারিনায় একজনের মৃত্যু হয়েছে।

পাসো ফান্ডো শহরের বাসিন্দা লুয়ানা দা লুজ জানান, সকাল থেকে আমাদের বাড়ি-ঘর প্লাবিত হতে থাকে। এরপর ঘরের উচুস্থানে আমাদের আসবাবপত্র রাখি। কিন্তু তাতেও কাজ হয়নি।

জানা যায়, এ ঘটনায় দেড় হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে ভুক্তভোগীর সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App