×

আন্তর্জাতিক

একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ এএম

একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় শনিবার পীত সাগর লক্ষ্য করে কিম প্রশাসন এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। খবর এএফপির।

ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়ার জবাবে গত বুধবার দুটি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল পিয়ংইয়ং। সেই হিসেবে এর তিনদিন পর আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জিসিএস) এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে পীত সাগরের দিকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

চন্দ্র জয়ের পর এবার সূর্য অভিযানে যাচ্ছে ভারতচন্দ্র জয়ের পর এবার সূর্য অভিযানে যাচ্ছে ভারত এই ঘটনায় উত্তর কোরিয়া এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। উত্তর কোরিয়া এ বছর রেকর্ড সংখ্যক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১১ দিনের উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া শেষ হওয়ার একদিন আগে সর্বশেষ পরীক্ষাটি চালানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App